Monday 28 January 2019

গতকাল যা যা করা হল

modest proposal এর ছবির ফলাফলআমরা মূলত আলোচনা করলাম ২ টা রেফারেন্স। প্রথমটি হচ্ছে সোফি’স ওয়র্ল্ড - আমরা বইটির সূচিপত্র পড়লাম এবং কিছু রেফারেন্স আলোচনা করলাম। এর মধ্যে সবচে’ গুরুত্বপূর্ণ হচ্ছে ৩০০০ বছর আগের গ্রীক নাটক Oedipus বা ইডিপাস । এই নাটকে ইডিপাসকে দেখানো হয়েছে - নিয়তির হাতে বন্দী একজন মানুষ হিসাবে। আমরা আরো গভীর মনোযোগ দিয়ে পড়লাম গ্যয়টে-র উক্তি - "He who cannot draw on three thousand years is living from hand to mouth." তিন হাজার বছরের ইতিহাস যিনি ধারন করেন না - তার বেঁচে থাকা হত-দরিদ্র মানুষের মতই।

আমাদের দ্বিতীয় রেফারেন্স হচ্ছে Jonathan Swift -এর ‍বিষাক্ত কথা ভরা প্রবন্ধ - A Modest Proposal. এছাড়াও, আমরা স্যাটয়ার আলোচনার প্রয়োজনে পড়লাম বাংলা ক্ষুদ্র-প্রবন্ধ “মাছি মারা কেরানি”। এটা পড়ার পর সবাই হাততালি দিয়ে লেখককে অভিনন্দিত করেছিলাম।

ক্লাসের একজন ভলান্টিয়ার নীচে নেমে বিভিন্ন সাইজের গাছের পাত নিয়ে এসেছিল। এই বিষয়টি নিয়ে একটা লেখা তৈরী করলে আমরা সবাই বুঝবো যে, লেখালেখি কত আনন্দদায়ক হতে পারে। আমার ভলান্টিয়ার দরকার। কেউ এগিয়ে আসবেন কি? 

1 comment:

Nazrana Mithy said...

Yes sir. I'll help you by being a volunteer